একবার, দুবার, তিনবার চারবার…১০বার…২০বার…২৪বার। ওকে ওকে। কারেক্ট শট। পরিচালকের কথা শুনে থামলেন রাজা মুরাদ। অভিনেতার গাল ততক্ষণে নিশ্চয় লাল হয়ে গেছে। তবে চোখে মুখে স্বস্তি। যাক আর চড় খেতে হবে না। এটাই বোধহয় ভাবছিলেন। কথা বলছি, রণবীর সিংয়ের পদ্মাবতী ছবির শুটিংয়ের। দৃশ্যের প্রয়োজনে সিনিয়র অভিনেতা রাজা মুরাদের হাতে ২৪বার চড় খেতে হয়েছিল রণবীরকে।
বিষয়টি সামনে এনেছিল একটি সংবাদমাধ্যম।
এতদিন পরে সেই খবরের পাতাটি টুইটারে পোস্ট করে সত্যতা স্বীকার করে নিলেন রণবীর। রাজা মুরাদ চড় মারছেন রণবীরকে, এই দৃশ্য রয়েছে ছবিতে। শুটিং হচ্ছিল দৃশ্যটির। কিন্তু, কিছুতেই পরিচালক সঞ্জয় লীলা বনসালির সেই দৃশ্যটি পছন্দ হচ্ছিল না। ফলে একের পর এক চড় খেতে হয় রণবীরকে। এভাবে ২৪ নম্বর চড়টি খাওয়ার পর দৃশ্যটি পছন্দ হয় সঞ্জয়ের।
ছবির প্রয়োজনে কোনো কিছু করতে পিছু হটেন না রণবীর। প্রমাণ দিয়েছেন আগেও। পদ্মাবতীর সেটে মাথা ফেটেছিল তাঁর। ছেড়ে চলে যাননি। ওই অবস্থাতেই শুটিং করেছেন। মোট কথা ছবির জন্য নিবেদিত প্রাণ এই অভিনেতা। প্রয়োজনে ২৪বার কেন, তারও বেশিবার চড় খেতে রাজি তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে