তরুণীদের দিয়েই চলছে ভারতে রমরমা যৌন ব্যবসা। গুজরাতের একটি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যৌনকর্মীরা প্রকাশ্যে রাস্তায় যৌন কাজ করেছে তরুণীরা। দেহ ব্যবসার সঙ্গে যুক্ত এসব নারীদের অবস্থা অত্যন্ত শোচনীয়।
এদের মধ্যে বেশিরভাগেরই অন্ধকার জগতে পা রাখা ধর্ষণের পর, কিংবা দারিদ্র্যের সঙ্গে লড়াই চালিয়ে বেঁচে থাকা ও পরিবারকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে। তাদের আকর্ষণীয় করে তোলার জন্য দেয়া হয় হরমোন ইনজেকশন, গর্ভ নিরোধক এবং মোটা করার ওষুধ।
মোদির গুজরাতের রাজপথের সেক্স র্যাকেট। গ্রেপ্তার বাংলার সুন্দরী। গুজরাত পুলিশ আমেদাবাদের সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে পাঁচ তরুণীসহ আরো তিন তরুণকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, রাজপথে দাঁড়িয়ে গাড়িতেই চলত মধুচক্রের আসর। স্থানীয় পুলিশের ডিএসপি সংবাদমাধ্যমকে জানান, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই ফোনকলের ভিত্তিতে খোদ পুলিশই গ্রাহক সেজে আমেদাবাদের রাজপথে চলা মধুচক্রের আসরটি ভেঙে দিয়েছে৷
পুলিশ জানাচ্ছে, ডামি গ্রাহক সেজে পুলিশ আমেদাবাদের নেহেরুনগর থেকে আম্বাবাড়ি যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে পাঁচ তরুণী এবং তিন তরুণকে গ্রেপ্তার করে৷ পুলিশ আটক করে পাঁচ তরুণীকে যাদের বয়স ২০ থেকে ২২ বছর। এরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ এবং মুম্বাই থেকে নিয়ে যাওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে