চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাকের ধাক্কায় মো. সোহেল (৩২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত দেড়টার দিকে নগরীর আতুরার ডিপু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল ফটিকছড়ি উপজেলার পূর্ব রাহাদাবাদ এলাকার নুরুল আবছারের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমিরুল্লাহ জানান, নগরী থেকে গ্রামের বাড়ি ফটিকছড়ি যাওয়ার পথে আতুরার ডিপু এলাকায় একটি ট্রাক সোহেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন সোহেল। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময় : ১১৪৬ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ