মিয়ানমার থেকে বাংলাদেশে ১৮ থেকে ২০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জাতিসংঘ আমাদের সীমান্ত খুলে দিতে বলেছে। কিন্তু অতিরিক্ত রোহিঙ্গার চাপ বহনের ক্ষমতা আমাদের নেই।’বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘মায়ানমারে নির্যাতিত হয়ে মানবিক বিপর্যয়ের মাঝে পড়েছে রোহিঙ্গারা। তারা সীমান্তে মানবেতর জীবন যাপন করছে। দেশে প্রবেশ করা ১৮ থেকে ২০ হাজার রোহিঙ্গা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাদের কারণে আমাদের সামাজিক বিপর্যয় ঘটতে পারে।’
দেশের মহাসড়কগুলো যানবাহন চলাচলের উপযোগী দাবি করে তিনি আরও বলেন, ‘এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক।’ এসময় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি