২০০৪-এ নেহা ধুপিয়ার ‘জুলি’র কথা মনে আছে? নেহা, সঞ্জয় কপূর, প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের ‘জুলি’ কিন্তু তার বোল্ড এবং সাহসী দৃশ্যের জন্যই শিরোনামে এসেছিল। এ বার সেই ছবিরই সিক্যুয়েল ‘জুলি টু’-এর টিজার মুক্তি পেল।
‘জুলি টু’-তে অভিনয়েও নতুন মুখ। গল্প, পরিবেশনাও নাকি আরও বেশি উষ্ণ। ছবির নামের সঙ্গেই লেখা হয়েছে, ‘বোল্ড, বিউটিফুল অ্যান্ড ব্লেসড’। পরিচালক দীপক শিবদিশানির হাত ধরে প্রথম বার বলিউডে পা রাখছেন দক্ষিণী তারকা রাই লক্ষ্মী।
কেরিয়ারের শুরুতে এই অভিনেত্রীকে লক্ষ্মী রাই নামে চিনত সবাই। পরে নাম বদলে রাই লক্ষ্মী হয়েছেন তিনি। বলি ডেবিউয়ের প্রথম ধাপেই তাঁর সাহসী অথচ সাবলীল ভঙ্গি কিন্তু যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের। টুইটারে ছবির টিজার শেয়ার করেছেন রাই। তবে টিজার দেখে দর্শকদের বোঝার উপায় নেই যে, ছবিতে আর কোন অভিনেতাকে দেখা যাবে। আপাতত, নায়িকার সোনা গলানো রঙের চামড়ায় ঢাকা শরীরের বিভিন্ন ঝলক দিয়েই টিজার প্রকাশ করেছে ‘জুলি টু’-এর নির্মাতারা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবিটি সিনেমা জগতের অজানা গল্প নিয়ে তৈরি হয়েছে। থাকবে রাজনীতি ও আন্ডারওয়ার্ল্ডের কথাও রয়েছে। ছবিতে রতি অগ্নিহোত্রী, রবি কিষেণ, পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতারা রয়েছেন। ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে