ফেসবুকের অফিসে হানা

ফেসবুক পেজ পুনরুদ্ধার করতে ফেসবুকের অফিসে গেলেন বেলজিয়ামের এক নারী। ২৩ বছর বয়সি জামিলা সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ। বুঝতে পারলেন যে ফেসবুক অথরিটি তার পেজটি সরিয়ে নিয়েছে। অবশেষে সিদ্ধান্ত নিলেন দেখা করবেন জাকারবার্গের সঙ্গে।

এ ব্যাপারে এই বেলজিয়ান নারী জানান, অন্য একটি পেজ থেকে তার নামে আপত্তিকর পোস্ট দেওয়া হচ্ছিল। তারপর তিনি ওই পেজকে রিপোর্ট করেন। তারাও জামিলার পেজটি রিপোর্ট করে। এর প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ দুইটি পেজই সরিয়ে নেয়।

জামিলা তার পেজটি ফিরে পেতে নানা উপায়ে চেষ্টা করতে থাকেন। বেলজিয়ামে ফেসবুক অফিসে যোগাযোগ করেন। তারা কিছুই সমাধান দিতে না পারায় কিছুটা হতাশই হন জামিলা।

তারপর হঠাৎ ঠাট্টা করতে গিয়েই বললেন জাকারবার্গের সঙ্গে দেখা করবেন। এর জন্য তাকে যেতে হবে লস অ্যাঞ্জেলেসের সিলিকন ভ্যালিতে যেখানে ফেসবুকের হেড কোয়ার্টার। যেই চিন্তা সেই কাজ প্লেনের টিকিট বুক করলেন জামিলা। এবং রওনা হলেন লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে।

এখন দেখার বিষয় জাকারবার্গের সঙ্গে দেখা হয় কিনা আর হলেও সমাধান পাওয়া যাবে কিনা!

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top