তনুর মতো রূপাকেও আমরা ভুলে যাব

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর হত্যার ঘটনা আরও একবার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তনুকে মনে করিয়ে দিয়েছে। ওই ঘটনা বাংলাদেশের বিবেকে নাড়া দিয়েছিল। পাশবিক ঘটনাগুলো বার বার ফিরে অাসলেও অপরাধীরা বিচারের আত্ততায় আসে না।

সেই সংকোচ নিয়ে সাংবাদিক শেখ মামুন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: ধর্ষিত হলো রূপা নামের মেয়েটি। চলন্ত বাসে ধর্ষিত হলো, এরপর জীবনও দিলো। কাজটি যারা করল, তাদের মধ্যে কোনো বিকার ছিল না।

ধর্ষণ ও হত্যার মতো এত বড় একটা অপরাধ ঘটানোর পরও অপরাধীরা নির্বিকারভাবে প্রকাশ্যে বুক ফুলিয়ে চলছিল। ভাবখানা এমন, কি হবে ? কিছুইতো হবে না।

দেশে ধর্ষণের ঘটনা যেন ডালভাত। তনুর কথা মনে আছে ? দুদিন পর রূপার কথাও ভুলে যাব। নতুন কোনও ধর্ষিতার কাহিনী আমরা লিখব, এ নিয়ে খানিকটা ঝড় উঠবে। এরপর সব ভুলে যাব। কোনও অসুখ নয়, বিসুখ নয়, কোনো দুর্যোগের আলামতও নেই, এর মধ্যে আচমকা ‘নেই’ হয়ে গেল রূপা। আসুন রুপাদের বাচাই, রূপাদের পাশে দাঁড়াই।
\"\"
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top