সাকিবের বাড়ির সামনের ভাঙ্গা রাস্তার কাজ হচ্ছে

জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তিনি। শুধু কি দেশ, পুরো বিশ্ব চিনে তাকে। কিন্তু সেই খেলোয়ারের বাড়ির সামনের রাস্তা ছিল এতোদিন ভাঙ্গা।

বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসানের কথা। তার মাগুরার বাড়ির সামনের সেই ভাঙা রাস্তার উন্নয়ন কাজ শুরু করছে পৌরসভা।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে- রাস্তার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাস্তায় উচু করে খোয়া ফেলে রোলার করা হয়েছে। অল্প দিনের মধ্যেই এ রাস্তায় পিচঢালাই এর কাজ শুরু হবে।

মাগুরা পৌরসভার প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক জানান, মাগুরার অধিকাংশ রাস্তার উন্নয়ন কাজ চলছে। এ রাস্তাটি অপেক্ষাকৃত নিচু থাকায় উচু করা হচ্ছে।

সম্প্রতি তার বাড়ির সামনে রাস্তার বেহাল দশা নিয়ে নিউজ হয় পত্রিকায়। পরে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হককে দায়িত্ব দেন। আজমুল হক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সঙ্গে আলোচনা করলে তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top