৭২ বছর পর সন্ধান মিলল হিরোশিমা আক্রমণে জড়িত যুদ্ধ-জাহাজ!

মহাসাগরের গভীর তলদেশ থেকে ৭২ বছর সন্ধান মিলছে এক যুদ্ধ-জাহাজের। যুদ্ধ-জাহাজটির নাম-এবং এটি প্যাসিফিক মহাসাগরের ১৮,০০০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, জাপানের হিরোশিমায় \’অ্যাটম বোমা\’ নিক্ষেপে এটি ব্যবহৃত করা হয়। জাপানের একটি সাবমেরিন দ্বারা এই জাহাজটি উদ্ধার করা হয়।

গোপন অভিযান থেকে ফেরত পাঠিয়ে অ্যাটম বোমার জন্য \’দ্যা ইউএসএস ইন্ডিয়ানাপলিস\’ ধ্বংস করে এর অংশ ব্যবহার করা হয়। জাহাজের থেকে ১১৯৬ জন ছিলেন, কিন্তু সেখান থেকে শুধু ৩১৬ জনকে উদ্ধার করা হয়।  ইউএস ন্যাভি\’র জন্য এটি ছিল সাগরে প্রাণ হারানোর সবচাইতে বড় দুঃসহ ঘটনা।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন, যিনি কিনা বেসামরিক অনুসন্ধান দলের নেতৃত্বে ছিলেন এবং তিনি বলেছেন- \”ঘটনাটি সত্যিই নেতিবাচক\”।  সূত্রঃ বিবিসি

বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top