এশিয়া মহাদেশের পার্শ্ববর্তী দুই দেশ দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া সম্পর্কে সবাই অবগত। ১৯৪৮ কোরিয়া বিভক্ত হওয়ার ফলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার দুই দেশের জন্ম হয়। যদিও দুইটি দেশ একটি আরেকটির আদলে সৃষ্টি, তবুও তাদের মধ্যে পার্থক্য রয়েছে অনেক। পার্শ্ববর্তী দুই দেশের মানুষের জীবনধারা একটি থেকে অন্যটি ভিন্ন। এক কথায় বলা যায় বিপরীত। এই দুই দেশের জীবনধারার পার্থক্যটা আপনাকে ভাবিয়ে তুলবে। মনে প্রশ্ন হবে কিভাবে তারা এতটা ভিন্ন?
যেমনটা মনে করছেন পর্যটক জেকব লুকাইতিস। দুই দেশের জীবনধারা তাকেও অবাক করেছে। সম্প্রতি দুই দেশ ভ্রমন করার নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেখানে তিনি তাদের বৈপরীত্য জীবনধারা ছবিতে তুলে ধরেছেন। পাঠকদের জন্য দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বৈপরীত্য জীবনধারা চিত্রের মাধ্যমে তুলে ধরা হল-
# অবসর সময় (দক্ষিণ কোরিয়া)
# তারুণ্য ( দক্ষিণ কোরিয়া)
# তারুণ্য (উত্তর কোরিয়া)
# পার্কিং (দক্ষিণ কোরিয়া)
# পার্কিং (উত্তর কোরিয়া)
# রাস্তা (দক্ষিণ কোরিয়া)
# রাস্তা (উত্তর কোরিয়া)
# গ্রামাঞ্চল (দক্ষিণ কোরিয়া)
# গ্রামাঞ্চল (উত্তর কোরিয়া)
# বিশ্ববিদ্যালয় (দক্ষিণ কোরিয়া)
# বিশ্ববিদ্যালয় (উত্তর কোরিয়া)
# রেল ষ্টেশন (দক্ষিণ কোরিয়া)
# রেল ষ্টেশন ( উত্তর কোরিয়া)
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি