ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী কাজল আগরওয়াল, সুপারস্টার তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর) ও তামান্না ভাটিয়া। তেলেগু ভাষার ‘জয় লাভা কুসা’ সিনেমায় এই তিন তারকাকে দেখা যাবে। এটি পরিচালনা করছেন কে. এস. রবীন্দ্র।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রামা। অন্যদিকে আইটেম গানে কোমর দোলাবেন কাজল-তামান্না। আইটেম গানটি নিয়ে খুব উচ্ছ্বসিত তামান্না। গানটিতে রামার প্রেমে দুজনকেই হাবুডুবু খেতে দেখা যাবে। বলা যায় পাগল কাজল-তামান্না। আগামী সপ্তাহে ভারতের হায়দরাবাদে গানটির শুটিং শুরু হবে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। পারিশ্রমিক হিসেবে কাজল ৪০ লাখ রুপি নেবেন বলেও জানায় সূত্রটি।
সিনেমাটিতে রামার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন রাশি খান্না। এনটিআর এর ব্যানারে নির্মাণাধীন সিনেমাটি ২১ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে