তামিমের ফিফটি, ব্যর্থ ইমরুল

প্রথম টেস্টার তৃতীয় দিনে অ্যাস্টন আগারের বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ২৪ ফিফটি করেছেন তামিম ইকবাল। তবে ওপর দিকে আবারও ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস। তবে প্রথম ইনিংসের চেয়ে কিছুটা উন্নতি করেছেন এ বামহাতি ব্যাটসম্যান। প্রথম ইনিংসে কোনো রান না করতে পারলেও দ্বিতীয় ইনিংসে তিনি ২ রান করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। তামিম ইকবালের সঙ্গে উইকেটে রয়েছেন মুশফিকুর রহিম।

এর আগে ১ উইকেটে ৪৫ রান নিযে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দেখেশুনেই খেলছিলেন তামিম ও তাইজুল। আগেরদিন ০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছিল তাইজুল। তৃতীয় দিন নিজের রানের খাতা খোলেন এই স্পিনার।

ব্যক্তিগত ৪ রান করে নাথান লায়নের বলে লেগ বিফোরের শিকার হন তাইজুল। তাইজুলের পর তামিমের সঙ্গে জুটি গড়েন ইমরুল কায়েস। তবে আবারও ব্যর্থ হয়েছেন তিনি। নাথান লায়নের বলে স্লিপে ক্যাচ দেন ইমরুল।

এর আগে বাংলাদেশের ২৬০ রানের জবাবে অজিরা ২১৭ রানে অলআউট হলে ৪৩ রানের লিড পায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার। মাত্র ১৫ রান করে সাজঘরে ফেরেন এ বামহাতি ওপেনার।

রোববার সফরকারীদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় ২৬০ রান করেছিল বাংলাদেশ।

সাকিব ৮৪ এবং তামিম ৭১ রান করেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে সাকিব ও মিরাজের ঘূর্ণিতে মাত্র ২১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ম্যাট রেনশ ৪৫, পিটার হ্যান্ডসকম্ব ৩৩, পেট কামিন্স ২৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ এবং অ্যাস্টন আগার ৪১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি এবং তাইজুল ইসলাম ১টি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

 

Scroll to Top