ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কি.মি. যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী থেকে ঘরফেরা মানুষরা আটকা পড়েছে এই মহাসড়কে। যানজটে আটকা পড়ে গরু ভর্তি ট্রাক ও বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) ভোর থেকে মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

মির্জাপুর ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুল ইসলাম জানান, সকালে মহাসড়কের চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি জানান, সোমবার বিকেলের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পায়। রাতে শত শত গুরু বোঝায় ট্রাক আসলে গাড়ির চাপ আরও বেড়ে যা। এরপর থেকে গাড়ি ধীরগতিতে চলতে চলতে যানজট সৃষ্টি হয়। যানজট এক পর্যায়ে মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ২৩ কিলোমিটার এলাকায় বিস্তৃতি ঘটে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top