শেরপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

শেরপুরের শ্রীবরদীতে ট্রাকের চাপায় ফজলুল হক ওরফে নান্ডা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিথলিয়া নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক চিথলিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, ফজলুল হক ফজরের নামাজ শেষে চিথলিয়া বাজারে যাচ্ছিলেন। ওইসময় শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি ট্রাক চিথলিয়া নতুন মসজিদ এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় স্থানীয় জনতা ধাওয়া করলে চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে শ্রীবরদী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ও ট্রাকটিকে থানায় নিয়ে যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় : ১৮১৩ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ