দক্ষিণ এশিয়ায় বন্যায় ৭৫০ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
এছাড়া মৌসুমি বৃষ্টির কারণে শতাধিক পশুও মারা গেছে। তাদের মধ্যে বাঘ ও গন্ডার রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ১০ আগস্টের পর থেকে এ অঞ্চলে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।
ভারতের বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, সেখানে গত রাতে বন্যায় ৫০ জনের মৃত্যু ঘটে। বন্যায় এ পর্যন্ত বিহারে ২৫৩ জন মারা গেছে।
নেপালে বন্যায় ১৪৩ জনের মৃত্যু ঘটেছে। ৩০ জন নিখোঁজ রয়েছে। ৮০ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ