বিএনপির বিরাট লম্বা একটা কমিটি রয়েছে। সেই দল একদিনও মাঠে নামতে পারেনি। কোনো আন্দোলন তাদের সফল হয়নি। বিরোধী দল হিসেবে বিএনপি পুরোপুরি ব্যর্থ। এ লজ্জায় দলের সবার পদত্যাপ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যশোর সার্কিট হাউসে রোববার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের দলে পরিণত হয়েছে। তারা প্রেসবিফ্রিং সর্বস্ব রাজনীতি করছে। আগে কান্নাকাটি করতো। এখন সেই কান্নাকাটি কমেছে। তারা আন্দোলনের পথ খুঁজছে। সর্বশেষ আদালতের রায় নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। রায় নিয়ে সারাদেশের মানুষের চেয়ে বিএনপির আগ্রহ বেশি।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘দল ভারি করার জন্য কোনো খারাপ লোককে দলে টেনে আনা যাবে না। সবাইকে নৌকার পক্ষে থাকতে হবে। কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। কেউ বিভেদ সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম