ইসলামি খেলাফত মজলিসের আমির মাওলানা আল্লামা মামুনুল হক বলেছেন, পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদ ঠেকাতে আমরা সকলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি সেটি ধরে রাখতে হবে। তবে দেশের বর্তমান বড় দুদল বিএনপি ও জামায়াত যেভাবে বাদানুবাদে জড়িয়েছে; এর ফলে যদি দেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হয় তবে বাংলার জনগণ তাদেরকে কখনও ক্ষমা করবে না।
বুধবার (১৫ জানুয়ারি) পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত জেলা ইসলামি খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। কোনো তন্ত্রমন্ত্রে কাজ হবে না। একমাত্র ইসলামী হুকুমত ছাড়া এদেশে বৈষম্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব না।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যসহ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান ও বরিশাল বিভাগীয় ছাত্রশিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা আবদুল্লাহ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।