চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে সতর্ক অবস্থানে আছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ।
রোববার (১২ জানুয়ারি) রাতেও টহল দিয়ে পরিস্থিতি নজরে রাখে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণব নগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা সূত্রপাত হয়।
তবে বেড়া তৈরি কাজ এখন বন্ধ রেখেছে বিএসএফ। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি।