ফিলিস্তিনের উত্তর গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরাইলের চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় সেনা।
রোববার (১২ জানুয়ারি) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার উত্তর গাজার বেইত হানুনে পুঁতে রাখা বোম বিস্ফোরণের আঘাতে চার সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছেন। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে ইসরাইলে সেনাদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০২ জনে।
আইডিএফ নিহত চার সেনার পরিচয় জানিয়েছে। তারা হলেন সার্জেন্ট মেজর (অব.) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), স্টাফ সার্জেন্ট ড্যানিলা দিয়াকভ (২১) সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯) ও সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)।
আহত ছয় সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুসারে আইডিএফ জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের বেইত হানুনে শত্রুদের পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।
গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান জোড়ালো করেছে আইডিএফ। জাবালিয়া এবং বেইত লাহিয়ায় অভিযানের পর এখন বেইত হানুন এলাকায় মূল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা।
এদিকে শনিবার গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠক শেষে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর কথা জানানো হয়। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা কিছুটা এগিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
অন্যদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর লাগাতার আক্রমণে কেউই রক্ষা পাচ্ছেন না। এখন সাংবাদিকরাও এই হামলার শিকার হচ্ছেন। মিশর-ভিত্তিক আল-গাদ টিভির সাংবাদিক সাঈদ আল নাবহান গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি ঘটনার সংবাদ সংগ্রহের সময় হামলায় নিহত হন। শনিবার তার জানাজায় পরিবার, বন্ধুবান্ধব এবং সাংবাদিকদের অনেকেই অংশ নেন।
ইসরাইলি বাহিনীর এ ধরনের আক্রমণ একেবারেই অমানবিক বলে মন্তব্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের। অনবরত হামলায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এছাড়া, খাদ্য ও ওষুধের সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি গাজাবাসী। ইসরাইলের দাবি, তারা হামাসের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। কিন্তু বাস্তবে এতে নারী, শিশুসহ মারা যাচ্ছেন নিরীহ সাধারণ মানুষ।