সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তৈরি হবে জুলাই ঘোষণাপত্র: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, এ দেশের ফ্যাসিস্ট বিরোধী সব দল মত ধর্ম, বয়স ও শ্রেণির মানুষ একসঙ্গে লড়াই করেছে। তাই এটা আমাদের দায়বদ্ধতা। এ দেশের প্রত্যেকটি প্রান্তে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সেগুলো থাকবে জুলাই ঘোষণাপত্রে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ভোলা সরকারি স্কুল সংলগ্ন ইলিশা ফোয়ারা মোড়ে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, অভ্যুত্থানে যে গতিকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যে স্বপ্নগুলো আমরা এখনো ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যে স্বপ্নগুলো দেখি, সে স্বপ্নগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু কোন কথাগুলো ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন, সেগুলো যেন কয়েকজনের কথা না হয়। সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও থানার প্রতিটি শ্রেণির মানুষের কথা হয়।

তিনি বলেন, বাংলাদেশের যে জায়গাগুলোতে এখনও দালালি ও চাঁদাবাজি হয়। হোক সেটা কেউ পোশাক পরে করুক, কেউ সাধারণ পোশাকে করুক তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে।

এ সময় ভোলার মানুষ ভোলা-বরিশাল সেতু নির্মাণ, গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপনের দাবি পূরণে উচ্চ পর্যায়ে তুলে ধরার কথা জানান।

পথসভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শারমিন, ভোলা জেলা সমন্বয়কদের মধ্যে ইসরাত জাহান আলভি, মো. ইসরাফিল হোসেন জাবিরসহ জাতীয় নাগরিক কমিটির অন্য সদস্যরা বক্তব্য দেন।

এর আগে সকালে সারজিস আলম ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান। এবং জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন। পরে ভোলা বাংলা স্কুল মোড় সদর রোড ও নতুন বাজার এলাকায় ঘোষণা পত্রে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।

Scroll to Top