৩৭ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, দায়িত্ব শেষ হওয়ার এক মাস বাকি থাকতে মৃত্যুদণ্ড বিরোধীদের ক্রমবর্ধমান চাপে বাইডেন এই সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বাইডেনের এই সিদ্ধান্তের কারনে আসামিরা প্যারোল ছাড়া জীবনের বাকি সময় কারাগারে কাটাবেন। তবে, কিছু অপরাধীর মৃত্যুদণ্ড বহাল রয়েছে।
এক বিবৃতিতে বাইডেন বলেন, মৃত্যুদণ্ডের ওপর মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা সন্ত্রাসবাদ ও গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতির সঙ্গেই ৩৭ জনের মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে।
বাইডেন বলেন, ‘ভুক্তভোগীদের জন্য শোক প্রকাশ করি। বিশ্বাস করি ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ হওয়া উচিত।’