উত্তরায় রেস্তোরাঁতে আগুন: আহত অবস্থায় উদ্ধার ৭

উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন নামক একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেস্তোরাঁর ভেতর থেকে এখন পর্যন্ত ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আগুন লাগার তথ্য জানায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর পৌণে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেন। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট এতে যোগ দেয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, তীব্র কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। রেস্তোরাঁর ভেতরে আর কেউ আটকা আছে কি না, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর সিলিন্ডার বিস্ফোরণ হতে দেখা গেছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

Scroll to Top