জার্মানিতে ভারতীয় দূতাবাসের সামনে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশকে নিয়ে ভারতের নানামুখী চক্রান্ত ও অপপ্রচারের প্রতিবাদে জার্মানির বার্লিনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিএনপি। সমাবেশ থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জার্মানি শাখা। এতে যোগ দিয়েছিল যুব ও স্বেচ্ছাসেবক দলও। তাদের দাবি, ভারতীয় গণমাধ্যমে বংলাদেশবিরোধী কুৎসা রটনা বন্ধ করতে হবে।

নেতাকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক কর্মকাণ্ডে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নয় বরং চির শত্রুতে পরিণত হয়েছে ভারত।

জার্মান বিএনপি নেতারা জানান, ভারতের যে বাংলাদেশে আগ্রাসন তার প্রতিবাদে আমরা জার্মানি বিএনপি ভারতীয় হাইকমিশনের সামনে আমরা ঐক্যবদ্ধভাবে এসেছি। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে তার প্রতিবাদ জানাতে আমরা একত্রিত হয়েছি।

দেশের পতাকা ও ভারতবিরোধী পোস্টার ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে স্লোগান দিতে থাকেন সংগঠনটির কর্মীরা। দাবি জানান, বাংলাদেশকে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা প্রদান করতে হবে। বন্ধ করতে হবে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা। বাংলাদেশ নিয়ে সব ধরণের ষড়যন্ত্র থেকেও ভারতকে সরে আসার দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে।

Scroll to Top