আবারও কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলা হয়।

রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গাড়িতে থাকা সমন্বয়কদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে আহত হয়েছেন কয়েকজন। ফেসবুক পোস্টে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এর আগে গত ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাক চাপা দেয়ার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

Scroll to Top