নেতাদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গ্রুপিং করে নেতা হওয়া যায় না। তাই দলীয় কমিটি গঠনে সতর্ক থাকতে হবে।
গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আহসান উল্লাহ মামুনের সংবর্ধনা সভায় তিনি এই কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায় এবং তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। অন্যায়, দুর্নীতি, হত্যা ও দমননীতির জন্যই দলটি এখন দেউলিয়া। পাকিস্তানের সময় থেকে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী পালিয়ে যাননি। কিন্তু তিনি (শেখ হাসিনা) প্রথমবারের মতো বিশ্বরেকর্ড করেছেন।’
বিএনপির যেসব নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার খোকন।
বিএনপির এই নেতা বলেন, ‘দেশে মৌলবাদের কোনো স্থান নেই। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’
ভারতের মাটিতে পলাতক স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতকে বাংলাদেশের জনগণের বন্ধু হয়ে থাকার আহ্বান জানাচ্ছি।’
ইসমাইল হোসেন বাবুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন: সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদারসহ অনেকে।