বাংলাদেশি দূতাবাসে হামলা: ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক ৭

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আর হামলার সময় দূতাবাসের দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। তখন সেখানে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটায় উগ্রপন্থী একদল লোক।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বরখাস্ত তিন পুলিশ কর্মকর্তা ত্রিপুরা পুলিশের সাব-ইন্সপেক্টর এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দফতরের একজন উপ-পুলিশ সুপারকে (ডিওয়াইএসপি) প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে আগরতলায় বাংলাদেশি দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচিসহ ব্যাপক বিক্ষোভের নামে বিক্ষোভকারীরা সেখানে তাণ্ডব চালায়।

এই ঘটনায় সোমবার রাতে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এ ঘটনাটি ছিল পরিকল্পিত। স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন না।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনইকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার (এসপি) কিরণ কুমার বলেছেন, বাংলাদেশ সহকারী হাইকমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Scroll to Top