সর্বশেষ আর্লিং হাল্যান্ডকে হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’এর ছেলেদের বিভাগে পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪–এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা।
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত ১১ তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, স্পেনের তরুণ খেলোয়াড় লামিনে ইয়ামাল, জুড বেলিংহ্যাম, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও ফ্লোরিয়ান রিৎজ।
এ নিয়ে ফিফা দ্য বেস্টের নয়বারেই মনোনয়ন পেলেন মেসি। তবে এই পুরস্কার চারবার জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ দুই বছরের আগে ২০০৯ ও ২০১৯ সালেও জিতেছিলেন তিনি।
সেরা খেলোয়াড় ও কোচ নির্বাচনে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেয়া হবে এই পুরস্কার। দ্য বেস্ট পুরস্কারে ফিফা পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এ ছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
এ ছাড়াও বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, ম্যানসিটির পেপ গার্দিওলা, স্পেনের লুই দে লা ফুয়েন্তে ও লিভারকুসেনের জাবি আলোনসো।
এই পুরস্কারগুলোর প্রতিটিতে ফুটবল ভক্ত-সমর্থকেরা ভোট দিতে পারবেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের চার ভাগের এক ভাগ। বাকি তিন ভাগ দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত-সমর্থকদের ভোটের হার অর্ধেক। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে ফিফা ওয়েবসাইটে।