মাওলানা সাদকে ছাড়া ইজতেমা হতে না দেয়ার হুঁশিয়ারি, সড়কে অবস্থান অনুসারীদের

মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেবে না তার অনুসারীরা। মাওলানা সাদকে আসার অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে দাবি করেছেন, ষড়যন্ত্র করে মাওলানা সাদকে আসতে দেয়া হচ্ছে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদ থেকে রওনা দেন সাদপন্থী হুজুররা। অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এ সময় তারা রমনায় রাস্তার ওপর বসে পড়েন।

হুজুররা বলেন, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরুব্বিকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। এবার সেই অবস্থার পরিবর্তন চান তারা। এজন্য মওলানা সাদকে ভিসা দেয়ার দাবি জানান তারা।

জানা গেছে, আন্দোলনকারী আলেমা-ওলামাদের পক্ষে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইতোমধ্যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা।

Scroll to Top