যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়। আর শেষ হলে হাত মেলায়।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই প্রবাদটি শেয়ার করেন তিনি।

হাসনাত লেখেন, “যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছেলেদের দেয়। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় কিন্তু গরিবেরা তাদের ছেলেদের কবর খুঁজে।” -একটি বিদেশি প্রবাদ।

এদিকে আরেক পোস্টে তিনি লেখেন, আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো, ‘মুজিববাদ, মুর্দাবাদ।’ আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ।

Scroll to Top