ফ্যাসিস্ট ব্যবস্থাকে বিলুপ্ত করতে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ৩য় কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, মানুষ এখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়। অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে কোনো গণতন্ত্র চলতে পারে না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, মালিকরা বেতন দিতে না পারলে সরকারকে শ্রমিকের মজুরি আদায় করতে হবে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এমন এক বাংলাদেশে আছি যেটা বহুদিনের কাঙ্খিত ছিল। শেখ হাসিনার পরিবার ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে। একটা সরকার কীভাবে এত টাকা পাচার করে সেটা দেখেছি। শেখ হাসিনা ২০০৯-এ ক্ষমতায় এসে রাষ্ট্রকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করে, রাষ্ট্রকে নিজের মালিকানায় পরিণত করেছিল। শেষ পর্যন্ত পালিয়ে গেছে। যাদের ওপর ভর করে দেশটাকে জমিদারি বানাতে চেয়েছিলেন, সেই ভারতে পালিয়েছে।
এ সময় জোনায়েদ সাকি উল্লেখ করেন, দেশের মানুষ নতুন প্রতিজ্ঞা করেছে। এবার ফ্যাসিস্ট ব্যবস্থাকে বদলাতে হবে। মানুষ সামাজিক ন্যায়বিচার চেয়েছেন। অর্থনৈতিক ন্যায় বিচার চায়। অর্থনৈতিক ন্যায় বিচার না হলে গণতন্ত্র সম্ভব নয়।