নবী-রাসুলরা বলে গেছেন কেয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্যেই: ট্রাম্প

পৃথিবীতে কেয়ামত বা ধ্বংসযজ্ঞের শুরু হবে মধ্যপ্রাচ্যেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এই বক্তব্যের পক্ষে প্রমাণ হিসেবে নবীদের কথা টেনেছেন তিনি। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে কথা বলার সময় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী এ কথা বলেন।

পডকাস্ট অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প। ইউটিউবে প্রকাশের এক দিন পরই ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ শীর্ষক পডকাস্টে ট্রাম্পের বক্তব্য ২ কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন।

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে, অঞ্চলটি সম্পর্কে নবী ও ভবিষ্যদ্বক্তারা যা বলে গেছেন তা ফলে যাবে। এ সময় তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যই সেই জায়গা, যেখানে ‘পৃথিবী শেষ হয়ে যাবে।’ ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, নবীরা বলে গেছেন, কিয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্যেই।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেন। ট্রাম্পের অভিযোগ, ইসরায়েল-হামাস যুদ্ধের সময় তেল আবিবকে ‘কিছু না করার জন্য’ বলেছিলেন এই দুজন।

ট্রাম্প আরও বলেন, বাইডেন ও কমলা হ্যারিস যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। তাদের সিদ্ধান্তহীনতার কারণে মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও প্রকট হচ্ছে।

Scroll to Top