রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার শহরের ইসলামিয়া কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারস্টেশন মুক্তির সোপানে এসে সমাবেশে যুক্ত হয়।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ইয়াসির আরাফাত ইশান, টি.এম. মুশফিক সাদ, সাদিয়া আহমেদ সিনহা, সজীব সরকার, জুবায়ের আহমেদ সেজান প্রমুখ।
সমাবেশে আন্দোলনকারীরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি তিনি যেন পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন, তাহলে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, তেমনি রাষ্ট্রপতিকে বাধ্য করা হবে। এ সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি অভিযুক্ত গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি করা হয়।