সৌদি আরবে আটক প্রবাসী বাংলাদেশিদের মুক্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।
এ সময় স্বজনরা বলেন, গত ১৬ আগস্ট সৌদি আরবের দোয়া মাহফিল থেকে ৮০ জনকে আটক করে সেদেশের পুলিশ। পরে ৭২ জনকে ছেড়ে দেয়া হলেও এখনও আটক রয়েছে ৮ জন। এরই মধ্যে গ্রেফতার আতঙ্কে বাংলাদেশে ফিরে এসেছে অনেকেই।
এই ঘটনায় আটককৃতের মুক্তি ও যারা চাকরি হারিয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া এ বিষয়ে সরকারের হস্তক্ষেপও কামনা করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।