জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে বেশকিছু রাজনৈতিক দলের কতিপয় নেতারা চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছেন বলে অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এর প্রতিকারের দাবি জানিয়েছেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- নিশান মাহমুদ, আহনাফ রহমান আবিদ, আব্দুর রহিম রবিন ও নাফিসা দিয়া।
বক্তারা বলেন, ৫ আগস্ট পর্যন্ত সরকার পতনের পর থেকে কিছু রাজনৈতিক দলের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করছে। এই ব্যানার ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও হুমকি ধামকি দিচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকির শিকার হচ্ছেন মূলধারার আন্দোলনকারীরা। এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি করেন তারা।
এছাড়াও এসব নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ হাতে থাকারও দাবি করেছেন শিক্ষার্থীরা।