আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও এক জন নারী।
গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়া ড্রাফটে থাকা ৪৩২ পুরুষ ক্রিকেটার ও ১৬১ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ড্রাফট। তালিকা অনুসারে ড্রাফটে থাকা বাংলাদেশি পুরুষ ক্রিকেটাররা হলেন-হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
এছাড়া দেশের একমাত্র নারী ক্রিকেটার হিসেবে এই ড্রাফটে নাম দিয়েছেন জাহানারা আলম। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার এই লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও ২০১৫ সালের পর থেকে এ লিগে খেলেননি। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেন সাকিব। পরের মৌসুমে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে আরও চারটি ম্যাচ খেলেছিলেন।