ইতিহাস গড়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইতিহাস গড়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ১০ উইকেটে বড় জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ে ভালো করতে না পারলেও, দ্বিতীয় ইনিংস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ১৪৬ রানে অলআউট করেছে টাইগাররা। এতে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। এদিন দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন দুই স্পিনার মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান। দুজনের মিলে শিকার করেছেন ৭ উইকেট।

রোববার (২৫ আগস্ট) দিনের শুরুতে শরিফুলের আঘাতে সাজঘরে ফেরেন শান মাসুদ। (১৪)। এরপর বাবর আজমের ক্যাচ মিস করেন লিটন দাস। তবে পিচে থিতু হতে পারেননি এই পাক ব্যাটার। ৫০ বলে ২২ রান করে নাহিদ রানার বলে বোল্ড আউট হন তিনি।

পরের ওভারের দুই ওভারে সাউদ শাকিল (০) ও আব্দুল্লাহ শাফিককে (৩৭) সাজঘরে ফিরিয়ে জোড়া শিকার করেন সাকিব আল হাসান। অন্যদিকে মিরাজের স্পিন ঘূর্ণিতে শিকার হন আঘা সালমান। এতে দলীয় ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

মধ্যাহ্নভোজনের বিরতি শেষে মাঠে নেমে শাহিন আফ্রিদিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। তবে একপ্রান্ত আগলে রেখে ৪০তম ওভার বাংলাদেশের লিড পার করেন রিজওয়ান। ৪৩তম ওভারে নাসিম শাহকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। কিন্তু বাংলাদেশের সামনে প্রতিরোধে দেওয়াল গড়ে তোলেন রিজওয়ান।

তবে ৫৪ ওভারে চতুর্থ বলে এই অভিজ্ঞ ব্যাটারকে সাজঘরে ফেরান মিরাজ। এতে বাংলাদেশের জয়ের পথ সহজ জয়। শেষ দিকে মোহাম্মদ আলিকে সাজঘরে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট শিকার করেন মিরাজ। এতে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান।

Scroll to Top