আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে ‘মুক্তি কনসার্ট’

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা) একটি কনসার্টের আয়োজন করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ‘মুক্তি’ নামের এই কনসার্টটি আয়োজন করা হয়েছে আগামী ৩১ আগস্ট রাজধানীতে।

কনসার্টের বিষয়টি গতকাল সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বামবা’র পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে এই কনসার্টে কোন কোন ব্যান্ড গান করবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ভেন্যুও। এ ব্যাপারে বামবার সহসভাপতি শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘আমরা ৩১ আগস্ট বামবার কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছি। এ ব্যাপারে গতকাল দুপুরে মিটিং হয়েছে।

তবে এই কনসার্ট নিয়ে ফেসবুকে শ্রোতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে কেউ কেউ কনসার্টটির জন্য শুভকামনা জানিয়েছেন।

এ প্রসঙ্গে টিপু বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও আলোচনা করছি। মিটিং শেষ করে হামিন আহমেদসহ আমরা আনুষ্ঠানিকভাবে কোন ভেন্যুতে হবে, কতগুলো দল অংশ নেবে ইত্যাদি বিস্তারিত জানাব। যদি পেছানোর সিদ্ধান্ত হয়, সেটিও জানাব।’ ‌

গতকাল সোমবার বিকেলে ‘একতার ডাক’ দিয়ে ব্যান্ড মিউজিক শিল্পীদের সংগঠন বামবা’র ফেসবুক পেজে বলা হয়, ‌‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’

আরও বলা হয়, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু- একটি উদ্যোগ নেয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’

Scroll to Top