নাটোরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে চোর সন্দেহে উজির আলী (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকআদালত খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উজির আলী পার্শ্ববর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমাড়ি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, গুরুদাসপুরের চকআদালত খাঁ এবং সিংড়ার মহিষমাড়ি গ্রামটি পাশাপাশি। মঙ্গলবার খুব সকালে উজির আলীর লাশটি চকআদালত খাঁ গ্রাম থেকে ১ কিলোমিটার দুরের বীরবাজার মসজিদের সামনে সড়কে ফেলে রেখে যান ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন।

গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, ইজিবাইক চুরির উদ্দেশ্যে সোমবার রাত ৪টার দিকে চকআদালত খাঁ গ্রামের সাইফুলের বাড়িতে গিয়েছিলেন নিহত উজির আলী। এ সময় স্থানীয় লোকজন উজির আলীকে গণপিটুনি দেন। পরিস্থিতি খারাপ হলে সকালে লাশটি বীরবাজার মসজিদের কাছে ফেলে দেওয়া হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সহায়তায় বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Scroll to Top