যাত্রাবাড়ীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাচ্ছে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
এর আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শর্টগানের গুলিতে ২ বছরের শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- সবজি বিক্রেতা মো. বাবলু (৪০), তার শিশু সন্তান রোহিত (২), মনিরুল ইসলাম (২০), মো. ফয়সাল (২৭), নবম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ পিয়াস (১৫) ও মো. সোহাগ (২৮)।
এদিকে বুধবার (১৭ জুলাই) রাত পৌণে ৮টায় কোটা আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীতে ৪০ জন মহিলা আনসার ব্যাটালিয়ন সদস্যসহ প্রায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।