cu1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাটল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা চলছে৷ আজ বুধবার সকাল সাড়ে দশটায় অনলাইনে (জুম মিটিং) এ সভা শুরু হয়। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং চলছিল।

এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলন না থামা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান এ বাহন দিয়েই আন্দোলনকারীরা শহরে যাতায়াত করতেন।

সভার বিষয়ে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোহাম্মদ আলী। তাঁরা আজ বেলা সাড়ে ১১টায় বলেন, সভা চলছে। অধিকাংশ সদস্য বন্ধের পক্ষে মতামত দিয়েছেন। কারণ, এতে করে অছাত্রদের হল থেকে বের করে নতুন করে বরাদ্দ দেওয়া যাবে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাটল
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য শাটল ট্রেন বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আন্দোলনরত শিক্ষার্থীদের বড় একটি অংশ এই ট্রেনে নগরে যাতায়াত করতেন। গত সোমবার ছাত্রলীগের নেতা–কর্মীরা ট্রেনের ইঞ্জিনের চাবি নিয়ে যাওয়ার পর গতকাল রাতে এ ঘোষণা দেন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম।

গতকাল রাত ১০টায় তিনি প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেনে আগে ইঞ্জিন ছিল না। ইঞ্জিন নেওয়ার সময় আমরা এর কোনো ক্ষতি হবে না বলে অঙ্গীকার করেছিলাম। তাই দেশের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত শাটল ট্রেন বন্ধ থাকবে।’

Scroll to Top