Jeo Baiden and Tramp

ট্রাম্পের সঙ্গে সেপ্টেম্বরে আবার বিতর্ক করতে চান বাইডেন

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসছে সেপ্টেম্বরে আবারও প্রেসিডেনশিয়াল বিতর্কে মুখোমুখি হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত মাসে প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়া নিয়ে চলমান সমালোচনার মধ্যেই নতুন করে বিতর্কে মুখোমুখি হওয়ার অঙ্গীকারের কথা জানালেন তিনি।

সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাঁর (ট্রাম্প) সঙ্গে বিতর্ক করতে চাই। যখন আমরা সময়ের বিষয়ে একমত হব…. সেপ্টেম্বরে হতে পারে।’

প্রথম বিতর্কে খারাপ করার দিকে ইঙ্গিত করে জো বাইডেন আরও বলেন, তিনি এবার আর আগের বিতর্কের মতো কিছু করার পরিকল্পনা করছেন না।

গত ২৭ জুন রাতে আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে বিতর্ক হয়। এতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন ছিলেন বেশ নিষ্প্রভ। ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটা কোণঠাসা হন তিনি।

বিতর্কে খারাপ করার পর থেকে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে–বাইরে থেকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি ওঠে। তবে এসব দাবির মুখেও বাইডেন আসছে নভেম্বরের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে অনড় রয়েছেন। এমনকি ট্রাম্পকে হারানোর বিষয়েও তিনি প্রত্যয়ী।

Scroll to Top