টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে মাতৃবাসনালয় প্রতিষ্ঠানসহ ১০/১২ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লেগেছে। সোমবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মির্জাপুর, কালিয়াকৈর ও টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানা গেছে। ভোর সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলা সদরের কালিবাড়ী রোডস্থ প্রাণ আরএফএল-এর ডিলার নীল কমল দে নদীর মাতৃবাসনালয় ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের একুশে জুয়েলার্স, পাল টেইলার্সসহ আশেপাশের ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর, কালিয়াকৈর ও টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।
গত কয়েক বছর আগেও নীল কমল দে নদীর প্রাণ আরএফএল-এর গুদামে আগুনের সূত্রপাত ঘটে। সে সময়ও কয়েক কোটি টাকার মালামাল পুড়ে যায়।