dipjol

স্কুল ছাত্র ডিপজল!

কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তারপর অবশ্য আলোচনা কম হয়নি। এই খল অভিনেতাকে নিয়ে তবে সবকিছুই এখন শান্ত। মূলত নেতিবাচক চরিত্র দিয়েই ডিপজলের চলচ্চিত্রে আগমন।

তবে অনেক বছর হল তাকে আর নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না। আগের মত নিয়মিত অভিনয়ও করেন না তিনি। যা করছেন সেটা ইতিবাচক চরিত্র।
সম্প্রতি হঠাৎ করে স্কুল ড্রেস পরে ক্লাস করতে দেখা গেছে তাকে। নেটিজেনরাও হয়তো বিস্ময়বোধ করছেন ডিপজল স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়াশোনা করছেন? তবে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।
এটি ‘অমানুষ হল মানুষ’ চলচ্চিত্রের একটি দৃশ্য। গতকাল ফেসবুকে এই সিনেমার একটি অংশ শেয়ার করা হয়েছে ডিপজলের পেজ থেকে।

মূলত, এই সিনেমায় ডিপজল থাকেন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন তিনি। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়। নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন- যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।
নেটিজেনরাও ডিপজলের এমন চরিত্র দেখে মজা পেয়েছেন।

অনেকেই নানারকম মন্তব্য করেছেন। এমন অভিনয়ের জন্য অনেকেই তার প্রশংসা করছেন। সমালোচনা করে অনেকেই বলছেন এই বয়সে এস ডিপজলের এমন অভিনয় মানায় না। তার অবসরে যাওয়া উচিৎ।

Scroll to Top