ইসরাইলের একটি শপিং সেন্টারে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এক আরবীয় ছুরি নিয়ে শপিংমলের ইসরাইলিদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তার হামলায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। খবর আল-জাজিরার
পুলিশ জানিয়েছে, ইসরাইলের কারমাইল শহরের হুতজত কারমাইল মলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরে একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া দ্বিতীয় ব্যক্তি আইসিইউতে রয়েছেন।
এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ওই হামলাকারীর পরনে ছিল সবুজ ইউনিফর্ম।
পুলিশ জানিয়েছে, এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়েছেন।
হামলার ঘটনার পর সেখানে উপস্থিত হয়েছিলেন হামলাকারীর মা, ভাই ও বোন। তাদেরকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ হামলাকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। হামলাকারী ইসরাইলের নাহফ শহরের আরব নাগরিক বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, এমন হামলা খুবই স্বাভাবিক। গাজায় ইসরাইলের নৃশংসতার কারণেই মানুষের ভেতর ক্ষোভের জন্ম হয়েছে। তারই বহিঃপ্রকাশ এ হামলা।