মাঠের লড়াইয়ে পুরো ম্যাচজুড়েই ব্রাজিলের কঠিন পরীক্ষা নিয়েছে কলম্বিয়া। ম্যাচের শুরুতে ব্রাজিল এগিয়ে গেলেও বাকি সময় সেলেসাও ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছে কলম্বিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। বুধবার (৩ জুলাই) কলম্বিয়াকে ১-১ গোলে রুখে দিয়ে গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই ব্রাজিলের। কারণ তাদের লড়তে হবে চলতি কোপায় দারুণ ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে। ব্রাজিলের জন্য আরও বড় দুঃসংবাদ, মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচ খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র।
কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়ুস। ম্যাচের শুরুতেই হামেস রদ্রিগেজকে ফাউল করে বসেন এই উইঙ্গার। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিকে নিয়ে।
নিয়ম অনুযায়ী, পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় সেই খেলোয়াড়কে। সেই ভুলটাই করে বসলেন ব্রাজিলের এই উইঙ্গার। এর আগে, প্যারাগুয়ের ম্যাচে ৮৩ মিনিটে হলুদ কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস।
উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভিনিসিয়ুসকে না পাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কাই বলা চলে।