নৌপথে কয়লা চুনাপাথর পরিবাহী নৌযান আটকে চাঁদা আদায়কালে পাঁচ পেশাদার চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পাটলাই নদীর নৌপথে অভিযান চালিয়ে নৌপুলিশ তাদের গ্রেফতার করে। রাতে চাঁদাবাজির টাকা, একটি ইঞ্চিন চালিত ট্রলারসহ গ্রেফতারকৃতদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রজব আলীর ছেলে কামরুল, একই গ্রামের কোহিনুর মিয়া, ইমরান, সফর ফজলুল হক।
শুক্রবার রাতে জেলার টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, জেলার টুকের বাজার, লালপুর, সানবাড়ি নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা শুক্রবার দুপুরে তাহিরপুরের সোলেমানপুর বাজার হইতে অনুমান ৫০০ গজ পশ্চিমে পাটলাই নদীতে বিভিন্ন বাল্কহেড হতে অবৈধভাবে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়কালে ওই পাঁচ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী একাধিক নৌযান শ্রমিক, সুকানী মাঝি জানান, বিগত সংসদ নির্বাচনের পর থেকেই এক জনপ্রতিনিধির ভাতিজা ও ওই জনপ্রতিনিধির ঘনিষ্ঠজনখ্যাত অপর এক মাদকসেবীর নামে কয়লা চুনাপাথর নৌযান আটকে নৌপথে চাঁদাবাজি করে আসছিল। মামলা-হামলার ভয়ে চাঁদাবাজ চক্রের ওই দুই হোতার নাম প্রকাশে নারাজ ভুক্তভোগীরা।