যশোরে নিজদলের কর্মীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সংগঠনের জেলা শাখার সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব্ নওশাদ পল্লবের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মী প্রতারণার অভিযোগ তুলে চলতি মাসের ১৯ জুন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে চিঠি দেন।
এদিকে ছাত্রলীগ নেতা ও ওই নারী কর্মীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এবিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
ওই ছাত্রলীগ কর্মীর অভিযোগ দুই বছর আগে যশোর সরকারি এমএম কলেজে পড়াশোনার সময় ভূগোল বিভাগের ছাত্র ও জেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে তার প্রেম হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারা একসঙ্গে থাকা শুরু করেন। একপর্যায়ে বিয়ের কথা বললে তাকে হত্যার হুমকি দেন ওই ছাত্রলীগ নেতা।
ওই তরুণী বলেন, ছাত্রলীগের দাপট দেখিয়ে তরিকুল আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে।