শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পরে টাইগাররা। তবে সেখান থেকে দলের হাল ধরেন শান্ত ও লিটন। তবে শেষ দিকে উইকেট হারালেও শান্ত ও হৃদয়ের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।
শুক্রবার (২১ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রানের পুঁজির পায় টাইগাররা। এদিকে চলতি বিশ্বকাপে প্রথম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুইজন বোলার হ্যাটট্রিক পেয়েছেন, আর দুইজন করেছেন বাংলাদেশের বিপক্ষে।