বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা বাড়ায় বিখ্যাত সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ধীরে ধীরে নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে শুরু করেছে। এ তালিকায় নাম লেখাতে যাচ্ছে ইতালির অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারিও। তবে প্রতিষ্ঠানটির তৈরি বৈদ্যুতিক গাড়ির সম্ভাব্য দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। ফেরারির তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়িটির দাম পড়বে সর্বনিম্ন ৫ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার বা ৬ কোটি ২৬ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১৭ টাকা ধরে)।
বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য ইতালির মারানেলোতে শহরে নতুন কারখানা তৈরি করছে ফেরারি। সেখানে পেট্রল ও হাইব্রিড গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হবে। তিন থেকে চার মাসের মধ্যে কারখানাটিতে বৈদ্যুতিক গাড়ি তৈরির কার্যক্রম শুরু হবে এবং আগামী বছরের শেষ নাগাদ গাড়িগুলো বাজারে পাওয়া যাবে। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা সবচেয়ে বেশি। সেই চাহিদার বিষয়টিকেই গুরুত্ব দিয়েই বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে যাচ্ছে ফেরারি।
বর্তমানে বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে টেসলা, বিওয়াইডিসহ বিভিন্ন ব্র্যান্ড প্রতি সপ্তাহেই বৈদ্যুতিক গাড়ির দাম কমানোর ঘোষণা দিচ্ছে, সেখানে ফেরারির ৫ লাখ ৩৫ হাজার মার্কিন ডলারের গাড়ি ভবিষ্যতে কেমন চমক তৈরি করবে, তা নিয়ে বাজারবিশ্লেষকদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।
সম্প্রতি ফেরারির প্রধান প্রতিদ্বন্দ্বী ল্যাম্বরগিনিও বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে। ২০২৮ সালের মধ্যে নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে আগ্রহী প্রতিষ্ঠানটি। আর তাই ল্যাম্বরগিনির গাড়ি বাজারে আসার আগেই বৈদ্যুতিক গাড়ির শিল্পে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ফেরারি।