t20 world cup

কিছুক্ষণ পর মাঠে গড়াবে সুপার এইটের ম্যাচ, বিনামূল্যে দেখবেন যেভাবে

গ্রুপ পর্বের ৪০টি ম্যাচ শেষে সুপার এইটে ৮টি দল পেয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। একদিন বিশ্রাম দিয়ে আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে সুপার এইটের ম্যাচ। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ও জায়ান্ট কিলার যুক্তরাষ্ট্র। সুপার এইটে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী শুক্রবার (২১ জুন) সকালে সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সুপার এইটে দুই গ্রুপে আটটি দল ১২টি ম্যাচে মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ দু’দল করে মোট চার দল খেলবে সেমিফাইনাল। যেটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৭ জুন)। গ্রুপ ১ এর শীর্ষ দল মুখোমুখি হবে গ্রুপ ২ এর রানার্সআপ দলের সঙ্গে। একইভাবে গ্রুপ ২ এর চ্যাম্পিয়নরা খেলবে গ্রুপ ১ এর রানার্সআপ দলের বিপক্ষে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) সেমিফাইনাল কোন ভেন্যুতে হবে, সেটি ঠিক করেনি।

টান টান উত্তেজনার ম্যাচগুলো দেখতে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। অনেকেই কাজের ব্যস্ততায় ঘরের বাইরে থাকবেন, আবার অনেকেই সকালে ঘুমিয়ে থাকবেন। সুপার এইটের সবগুলো ম্যাচ যেহেতু ওয়েস্ট ইন্ডিজে হবে, সে হিসেবে বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচগুলো মাঠে গড়াবে ভোর সাড়ে ৬টায় ও রাত সাড়ে ৮টায়।

সুপার এইটের ম্যাচগুলো বিনামূল্যের পাশাপাশি সাবক্রিপশনের মাধ্যমে মোবাইলে দেখার সুযোগ রয়েছে, অনলাইনে সরাসরি দেখাচ্ছে ডিজনি+ হটস্টার। তাদের প্ল্যাটফর্মে ম্যাচটি বাংলাদেশ থেকেও দেখা যাবে, তবে সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করতে হবে। বল বাই বল আপডেট দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

Scroll to Top